মানুষকে মানব সম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৯
ছবি : বাসস

বরগুনা, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি নূরুল ইসলাম মণি বলেছেন, মানুষকে মানব সম্পদে পরিণত করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিজয়ী হলে প্রথমেই গরীব মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরনে কাজ করবো। চেষ্টা করবো যাতে বরগুনায় দুটি আসনেই আমরা বিজয়ী হতে পারি। বরগুনার শিক্ষা, স্বাস্থ্য জেলে সম্প্রদায়ের সমস্যাসহ সকল প্রকার উন্নয়ন কাজ করবো, বরগুনার পায়রা নদী ও বিষখালী নদীতে ব্রীজ নির্মানে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় বরগুনার বেতাগী উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই দেশটির গণতন্ত্র নানাভাবে ধবংস হয়েছে, সার্বভৌমত্ব বিনষ্ট করা হয়েছে তা ফিরিয়ে আনতে হবে, সবাই মিলে এই দেশটিকে গড়ে তুলবো। কৃষকের সমস্যা কি? জেলের সমস্যা কি? সমাধানের পথ কি এবং কেহ যাতে বেকার না থাকে।

এ সভায় উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, বেতাগী পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পান্না।

এ সময় নূরুল ইসলাম মণি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
নাচোলের ইউএনও’র প্রকৃত বাবা- মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের
ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা  
নেইমারের সাথে নতুন চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী সান্তোস
শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক
হকাররা বিকাল ৪টার আগে নিউ মার্কেট মোড়ে বসতে পারবেন না: চসিক মেয়র 
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১০১ জন
১০