যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:০২ আপডেট: : ০৪ নভেম্বর ২০২৫, ২০:১৮

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ মঙ্গলবার তার পরিবারের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৯/১১ এবং আফগানিস্তান ও ইরাকের ভয়াবহ যুদ্ধের সময় জর্জ ডব্লিউ বুশের পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে মার্কিন ইতিহাসের অন্যতম শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট হয়ে উঠেছিলেন ডিক চেনি।

বুশ প্রশাসন যখন তথকথিত ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’-এ যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করে, তখন এর অন্ধকার দিক হিসেবে উঠে আসে বন্দিদের গোপন হস্তান্তর, নির্যাতন এবং বিতর্কিত গুয়ান্তানামো বন্দিশিবিরের মতো বিষয়- যেখানে চেনির প্রভাবশালী অবস্থানন বিশেষভাবে আলোচিত হয়।

বামপন্থি অনেকের কাছেই তিনি ঘৃণ্য ব্যক্তিত্ব। জীবনের শেষের দিকে তিনি একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন, ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার চূড়ান্ত প্রচারণার বিরোধিতা করেছিলেন।

ডিক চেনির কন্যা একজন সাবেক কংগ্রেসম্যান লিজ চেনি জানিয়েছেন, তার পিতা ছিলেন দৃঢ় রিপাবলিকান, তবে তিনি ২০২৪ সালের  নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড  ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ভোট দিয়েছিলেন।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসম্যান এবং প্রতিরক্ষা সচিব ডিক চেনি নিউমোনিয়া ও হৃদযন্ত্র ও রক্তনালিজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবারের এক বিবৃতির বরাত দিয়ে মঙ্গলবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।

চেনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এতে আরও বলা হয়, কয়েক দশক ধরে ডিক চেনি আমাদের জাতির সেবা করেছেন। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ, ওয়াইমিংয়ের কংগ্রেসম্যান, প্রতিরক্ষা সচিব এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন।

ডিক চেনি ছিলেন ৪৬তম মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪১ সালের ৩০ জানুয়ারি নেব্রাস্কার লিংকনে জন্মগ্রহণ করেন এবং পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াইমিংয়ে বেড়ে ওঠেন।

তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তবে, মর্যাদাপূর্ণ ইস্ট কোস্ট স্কুল থেকে ঝরে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত ওয়াইমিং বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি লাভ করেন।

১৯৮৯ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ কর্তৃক প্রতিরক্ষা সচিব নিযুক্ত হওয়ার আগে তিনি ওয়াইমিংয়ের প্রতিনিধি হিসেবে কংগ্রেসে ১০ বছর কাটিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
১০