রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৭ আপডেট: : ০৪ নভেম্বর ২০২৫, ২০:৩৬
ছবি : বাসস

রাজশাহী, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আজ রাজশাহীতে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও উন্নয়নে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষার অধিকার নিশ্চিত করে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

কারিতাস রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত ‘আলোকিত শিশু প্রকল্প’-এর বার্ষিক সম্মেলনে এই মতামত তুলে ধরা হয়। 

কারিতাস জার্মানির সহায়তায় কারিতাস অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল : ‘চলুন পথশিশুদের জন্য একসাথে হ্যাঁ বলি’ 

কারিতাসের আঞ্চলিক পরিচালক আরোক টাপ্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকিউল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ফখরুল ইসলাম তার মূল প্রবন্ধে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং তাদের উন্নয়নে করণীয় বিষয়ে সুপারিশ করেন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা প্রবেশন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাবনম শিরিন, শ্রম পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম এবং দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত।

‘আলোকিত শিশু প্রকল্প’-এর প্রোগ্রাম অফিসার র‌্যান্সি রুথ হাসদা প্রকল্পের লক্ষ্য ও অর্জন তুলে ধরেন। তিনি জানান, রাজশাহীর বিভিন্ন বস্তি ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে প্রায় ৮৫০ শিশু এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, মানসিক সহায়তা এবং আশ্রয় সুবিধা পাচ্ছে।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো পথশিশুদের মৌলিক চাহিদা পূরণ, পুনর্বাসন সহায়তা প্রদান এবং শিশু অধিকার বিষয়ে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০