
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী বছরও নেইমার সান্তোসেই থাকবেন বলে আশাবাদী ক্লাব সভাপতি মার্সেলো টেক্সেইরা।
ব্রাজিলিয়ান এই সুপাস্টারের সাথে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে। কিন্তু এখনো নতুন চুক্তির বিষয়ে কোন কিছুই চূড়ান্ত হয়নি।
টেক্সেইরা বলেছেন, ‘নেইমারের পরিকল্পনা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। আমরা যদি সমঝোতায় পৌঁছাতে পারি তবে তাকে পাওয়া নিশ্চিত। সান্তোস ও নেইমারের মধ্যে এতদিন পর্যন্ত শক্তিশালী ও ইতিবাচক একটি বিশ্বাস তৈরী হয়েছে। এই সুযোগটাই আমরা নিতে চাই। সঠিক সময়ে সঠিক সমাধানে আসার ব্যপারে আমি বিশ্বাস।’
জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার। আগামী বছর বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে থাকলেও এখনো কোচ কার্লো আনচেলত্তির বিবেচনায় দলে ঢুকতে পারেননি। নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের দল থেকেও আনচেলত্তি নেইমারকে বাদ দিয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইনজুরির কারনে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। সৌদি আরবের পেশাদার ক্লাব আল হিলালে নাম লেখানোর পর মৌসুমের প্রায় বেশীরভাগ সময়ই নেইমারকে ইনজুরির কারনে সাইডলাইনে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত আল হিলাল ছেড়ে জানুয়ারিতে ফ্রি এজেন্টের সুবিধায় শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন।
কিন্তু সান্তোসেও পেশীর ইনজুরির কারনে খুব বেশী ম্যাচে খেলতে পারেননি নেইমার। একই কারনে বহুল প্রতিক্ষিত জাতীয় দলেও ফেরা হচ্ছেনা।
টেক্সেইরা বলেছেন, নতুন চুক্তিতে নেইমারকে রাজী করাতে অর্থ খুব একটা মূখ্য বিষয় না। সান্তোসের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। পুরো পরিস্থিতি বিবেচনায় পারষ্পরিক সমঝোতার বিষয়টি গুরুত্বপূর্ণ।
পেশীর ইনজুরির কারনে প্রায় ৪৮ দিন বিশ্রামে থাকার পর শনিবার খেলায় ফিরেছেন নেইমার। ফোরতালেজার সাথে ১-১ গোলে ড্র হওয়া লিগ ম্যাচে নেইমার মাঠে নেমেছিলেন।
এই মুহূর্তে রেলিগেশন স্পট থেকে একধাপ উপরে উঠে লিগ টেবিলের ১৬তম স্থানে রয়েছে সান্তোস।