
লক্ষ্মীপুর, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে মনোনীত করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিকদল।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের প্রেসক্লাবের প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি চকবাজার এলাকায় প্রদক্ষিণ করে উত্তর তেহমুনী ট্রাফিক চত্বর এলাকা গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা শ্রমিকদলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, সহসভাপতি আলী নূর মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম প্রমুখ।
এছাড়া লক্ষ্মীপুর ২ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইঁয়াকে মনোনয়ন দেয়ায় সেখানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।