ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২২:৩৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ছবি: বাসস

খুলনা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মালতিয়া গ্রামের ধানের চাতালে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগুচ্ছে। আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে অংশগ্রহণ করবে। তবে মৌলিক সংস্কার ছাড়া যে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।

আটলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে খুলনা জেলা জামায়াত সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।  

আটলিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির, শ্মশান ও কবরস্থান উন্নয়নে কাজ করেছি। আবারো হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করবো। 

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদে দেশ বিভাগের ভিত ৪৭ সালের অবদানকে ছোট করা হয়েছে, আলেম-উলামাদের ভূমিকা ও হেফাজতের আত্মদানের কথা উল্লেখ হয়নি। তাই নির্বাচনের আগে সঠিক তথ্যের ভিত্তিতে ইতিহাসের যথাযথ স্থান দিতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ফ্যাসিস্ট সরকার বিপ্লবী জনগণকে দাবিয়ে রাখতে পারেনি। জনগণের আন্দোলন, ত্যাগ ও কুরবানির মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০