প্রধান উপদেষ্টা বাংলাদেশে সামাজিক ব্যবসায় সুইডিশ বিনিয়োগ চেয়েছেন

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫২ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৮

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান প্রদানের পরিবর্তে বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এর মহাপরিচালক জ্যাকব গ্রানিট আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা সুইডিশ কর্মকর্তাকে বলেন, ‘আমি যা প্রচার করছি তা হল সামাজিক ব্যবসা, কারণ অনুদানের অর্থ একটি দাতব্য সংস্থা,’। তিনি সামাজিক ব্যবসায় বিনিয়োগের জন্য স্বাস্থ্যসেবাকে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসাবে গুরুত্ব দেন।

তিনি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে সুইডেনের সহায়তা কামনা করেন, যার বিপুল সম্পদ অব্যবহৃত এবং রপ্তানির জন্য প্রস্তুত।

অধ্যাপক ইউনুস বলেন ‘আমরা একটি জ্বালানি ক্ষুধার্ত দেশ। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নেপালের বিশাল সম্পদ রয়েছে এবং আমরা তা আনতে ইচ্ছুক। এজন্য সিডা আমাদের উভয়ের সাথে সহযোগিতা করতে পারে,’ ।

সিডা বিশ্বব্যাপী উন্নয়নের জন্য সুইডিশ সরকারের নীতি বাস্তবায়ন করে। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার জন্য সুইডেনের বর্তমান সহযোগিতা কৌশল ২০২১-২০২৫ সময়কালকে কভার করে।

সিডা বাংলাদেশে বাস্তবায়িত বিভিন্ন কৌশল থেকে ২০২৪ সালে প্রায় এক বিলিয়ন এসইকে প্রদান করেছে। এটি ২০২৪ সালে মানবিক সহায়তা হিসাবে ১২৭.৭ মিলিয়ন এসইকে প্রদান করেছে, যার বেশিরভাগই বাংলাদেশে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের হোস্ট কমিউনিটির জন্য।

সিডা মহাপরিচালক জ্যাকব গ্রানিট বলেন, তারা কীভাবে তাদের সহায়তাকে "পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে" এবং বাংলাদেশের জন্য "সমালোচনামূলকভাবে গুরুত্বপূর্ণ সময়ে" কার্যকর করা যায় তার উপায়গুলির জন্য অপেক্ষা করছেন৷

"এছাড়াও, আমরা কীভাবে বাংলাদেশ সরকারকে সমর্থন করতে পারি এবং আমাদের সঠিক ধরণের সমর্থন আছে তা নিশ্চিত করতে পারি" তার উপায় খুঁজছি। সুইডিশ কর্মকর্তা সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধান উপদেষ্টা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা করেন যে সুইডিশ সমর্থন দেশের রূপান্তরে সাহায্য করবে।

তিনি বলেন,একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, আমাদের হাতে বেশি সময় নেই, তবে আমরা ভিত্তি স্থাপন করতে চাই।

তিনি আরো বলেন, বিগত শাসনামলে বাংলাদেশে সবকিছু ভেঙে পড়েছে। অন্তর্বর্তী সরকার এই ভেঙে পড়া অবস্থা থেকে বাংলাদেশকে পুনর্গঠনে কাজ করছে।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস; এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উইকস রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুইডিশ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০