সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে : আসিফ নজরুল

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১
সোমবার কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: বাসস

রাজশাহী, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নিরলসভাবে কাজ করছে।

এখানে আজ একটি কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের আশা-আকাঙ্খা পূরণে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নগরীর পিটিআই মিলানায়তনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।  

এসময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নতুন বাংলাদেশে কিছু বিধ্বস্ত প্রতিষ্ঠান বিশেষ করে পুলিশ বাহিনী নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন,‘আমরা পরিস্থিতির উন্নতির জন্য আন্তরিকতা ও সততার সাথে কাজ করে যাচ্ছি। কিন্তু অনেক ইস্যু জড়িত থাকায় সবক্ষেত্রে তা সম্ভব হয়নি। এ ছাড়া, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনিক কাজ পরিচালনা করা মোটেই সহজ নয়।’

আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসর কিছু ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের বেশির ভাগ দেশেই রয়েছে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

বর্তমান বিচার ব্যবস্থার কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০