আওয়ামী লীগ নিষিদ্ধ করতে রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যমতে পৌঁছার আহ্বান জুলাই মঞ্চের

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪
গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা সপ্তম দিনের মত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গণহত্যাকারীদের গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যমতে পৌঁছার আহ্বান জানিয়েছে জুলাই মঞ্চ।

গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা সপ্তম দিনের মত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

মঞ্চের প্রতিনিধি সাকিব হোসেন বলেন, 'জুলাই বিপ্লবে বর্বরতম গণহত্যা চালানোর পরেও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ক্ষেত্রে জোরালো কোন ভূমিকা আমরা লক্ষ্য করছি না। অথচ, বিগত আওয়ামী দু:শাসনামলে সব চেয়ে নির্যাতিত হয়েছে তৎকালীন বিরোধী রাজনৈতিক শক্তিগুলো।'

মঞ্চের প্রতিনিধি থোয়াই চিং বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলমান রয়েছে এটির পেছনে একমাত্র দায়ী ফ্যাসিবাদী শক্তির ইন্ধন।

মঞ্চের প্রতিনিধি শাকিল মিয়া বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সকল অনৈক্য দূর করে দল-মত নির্বিশেষে সকলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আওয়াজ তুলুন। দেশকে স্থিতিশীল করতে চাইলে এর বিকল্প নেই। ফ্যাসিবাদীদের বিচার না করলে এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাহলে বাংলাদেশের জনগণের নাগরিক নিরাপত্তা পূর্বের মতই হুমকিতে থাকবে।

কারণ, ফ্যাসিবাদী শক্তির রাজনীতিই হলো নাগরিকের জান ও মালের নিরাপত্তাকে হুমকিতে ফেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০