আওয়ামী লীগ নিষিদ্ধ করতে রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যমতে পৌঁছার আহ্বান জুলাই মঞ্চের

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪
গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা সপ্তম দিনের মত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গণহত্যাকারীদের গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যমতে পৌঁছার আহ্বান জানিয়েছে জুলাই মঞ্চ।

গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা সপ্তম দিনের মত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

মঞ্চের প্রতিনিধি সাকিব হোসেন বলেন, 'জুলাই বিপ্লবে বর্বরতম গণহত্যা চালানোর পরেও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ক্ষেত্রে জোরালো কোন ভূমিকা আমরা লক্ষ্য করছি না। অথচ, বিগত আওয়ামী দু:শাসনামলে সব চেয়ে নির্যাতিত হয়েছে তৎকালীন বিরোধী রাজনৈতিক শক্তিগুলো।'

মঞ্চের প্রতিনিধি থোয়াই চিং বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলমান রয়েছে এটির পেছনে একমাত্র দায়ী ফ্যাসিবাদী শক্তির ইন্ধন।

মঞ্চের প্রতিনিধি শাকিল মিয়া বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সকল অনৈক্য দূর করে দল-মত নির্বিশেষে সকলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আওয়াজ তুলুন। দেশকে স্থিতিশীল করতে চাইলে এর বিকল্প নেই। ফ্যাসিবাদীদের বিচার না করলে এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাহলে বাংলাদেশের জনগণের নাগরিক নিরাপত্তা পূর্বের মতই হুমকিতে থাকবে।

কারণ, ফ্যাসিবাদী শক্তির রাজনীতিই হলো নাগরিকের জান ও মালের নিরাপত্তাকে হুমকিতে ফেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় মাদকসহ কারবারি আটক
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনলেন ট্রাম্প
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবে লেবানন
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার
সুন্দরবনে কুমির নিয়ে গবেষণা 
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
১০