যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার জিয়া উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার জিয়া উদ্দিন রিপনকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা চালানোর অভিযোগে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

মিরপুরের সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী বাড়ি নিয়ে দ্বন্দ্বের জেরে এ মামলা দিয়েছে বলে অভিযোগ করেন জিয়া উদ্দিন রিপনের স্ত্রী শারমিন জাহান।  

আজ সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাড়ী দখল করতে না পেরে তার স্বামী জিয়া উদ্দিন রিপনকে প্রধান আসামি করে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা চালিয়েছিল বলে একটি মামলা করা হয়।  

কাফরুল থানায় তার স্বামীকে ১ নং আসামি করা হয়। সাথে আরও ৭ জনকে এজাহারভুক্তসহ ১০০-১৫০ অজ্ঞাতনামা আসামি করে গত-১০ ডিসেম্বর কাফরুল থানার মামলা দায়ের করা হয়। মামলা নং-০৯(১২)২৪. ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/১০৯/৩৪ দণ্ডবিধি দায়ের করে। 

গত-১৯ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ কিছু পুলিশ তার স্বামীকে উঠিয়ে নিয়ে যায়। স্বামীর পারিবারিক সম্পত্তি মিরপুর ৬ নং -এ ব্লক সি, রোড নং-৭/২ - এ আপাতত একটি বিল্ডিং সাইদুর রহমান আল মাহবুবী জোরপূর্বক দখলের চেষ্টা করেন। তিনি বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে তার স্বামীকে জেল-হাজতে রাখা হয়েছে। আরো মামলা দেয়ার হুমকি দিচ্ছে।  

তিনি বলেন, তার স্বামী জিয়াউদ্দিন রিপন কখনোই কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি যমুনা গ্রুপের যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেডের সিনিয়র জিএম (কর্পোরেট সেলস) পদে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কর্মরত আছেন। কিন্তু তারপরও আমার স্বামীর বিরুদ্ধে আগের ১৯ জুলাই (শুক্রবারের) ঘটনা উল্লেখ করে গত-১০ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। এর পরে ১৯ডিসেম্বর গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। শারমিন জাহান তার দাবীর সত্যতা যাচাই করে বিষয়টিতে ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের হস্তক্ষেপ প্রার্থণা করেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
বাকৃবিতে বিএফআরআই-এর গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য সচিবের
পঞ্চগড়ে মাঝে মধ্যে উঁকি দিচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা
মহাষষ্ঠীর মধ্যদিয়ে ঝিনাইদহে দুর্গোৎসব শুরু
দোহা কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
দৌলতপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি
ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বিশ্ব জলাতঙ্ক দিবসে হবিগঞ্জে আলোচনা সভা 
১০