বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৫
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন গ্রেফতার করেছে পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেশাদার অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ। রোববার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল হতে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে গ্রেফতারকৃত মাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।

জুলাই ছাত্র আন্দোলনের সময় অস্ত্রহাতে মাহিন

থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর হতে মাহিন আত্মগোপনে চলে যান। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় থেকে মাহিনকে গ্রেফতার করে কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
বাকৃবিতে বিএফআরআই-এর গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য সচিবের
পঞ্চগড়ে মাঝে মধ্যে উঁকি দিচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা
মহাষষ্ঠীর মধ্যদিয়ে ঝিনাইদহে দুর্গোৎসব শুরু
দোহা কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
দৌলতপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি
ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বিশ্ব জলাতঙ্ক দিবসে হবিগঞ্জে আলোচনা সভা 
১০