বিশেষ অভিযানে ১৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৯

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগ ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালায় ডিএমপির লালবাগ ও কোতয়ালী থানা পুলিশ।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রোববার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, শেখ ফরিদ (২২), মো. রবিন মিয়া (২৪), সায়হান আলম অনিক (৩২), মো. জাহিদ হোসেন (৩২), আদিল শাহী (২৫), মো. রনি (২৫), মো. সোহাগ (৩৬), মো. আরিফ (৩০) ও মো. নজরুল ইসলাম ডালিম (৩৭)।

অন্যদিকে ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা যায়, রোববার এই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহাবুদ্দীন বেপারী (৫০), মো. ফরহাদ (১৯), মো. সায়েদ (২০), মো. রাসেল (১৯), মো. জাহিদ হাসান (১৯), মো. দেলোয়ার হোসেন (২৫) ও মো. হৃদয় হোসেন (১৯)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় মাদকসহ কারবারি আটক
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনলেন ট্রাম্প
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবে লেবানন
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার
সুন্দরবনে কুমির নিয়ে গবেষণা 
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
১০