বিশেষ অভিযানে ১৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৯

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগ ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালায় ডিএমপির লালবাগ ও কোতয়ালী থানা পুলিশ।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রোববার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, শেখ ফরিদ (২২), মো. রবিন মিয়া (২৪), সায়হান আলম অনিক (৩২), মো. জাহিদ হোসেন (৩২), আদিল শাহী (২৫), মো. রনি (২৫), মো. সোহাগ (৩৬), মো. আরিফ (৩০) ও মো. নজরুল ইসলাম ডালিম (৩৭)।

অন্যদিকে ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা যায়, রোববার এই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহাবুদ্দীন বেপারী (৫০), মো. ফরহাদ (১৯), মো. সায়েদ (২০), মো. রাসেল (১৯), মো. জাহিদ হাসান (১৯), মো. দেলোয়ার হোসেন (২৫) ও মো. হৃদয় হোসেন (১৯)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশংকা
কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং : রাবি এশিয়ায় ৩১২তম
নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ ডিএসসিসি’র নতুন প্রশাসকের
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রশিক্ষণের সমাপনী
দিনাজপুরে মাদকসহ একজন আটক
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
১০