আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার শোক

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। ফাইল ছবি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফারুক ই আজম বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসাবে সকলের কাছে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা রাজনীতিবিদকে হারালো।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান আজ সকালে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি তার সহধর্মিণী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্লোটিলায় থাকা ইতালির ১৫ জন নাগরিক আজ দেশে ফিরবেন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪
সেই মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন তারেক রহমান
কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু 
ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার 
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন ভিয়েতনামের শীর্ষ নেতা : মন্ত্রণালয়
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আলোচনার আহ্বান এবি পার্টির
জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০