আনিসুল হকের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৭ টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লক্ষ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ অর্থ উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করায় মামলা দায়ের করা হয়। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং : রাবি এশিয়ায় ৩১২তম
নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ ডিএসসিসি’র নতুন প্রশাসকের
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রশিক্ষণের সমাপনী
দিনাজপুরে মাদকসহ একজন আটক
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
১০