বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৬
সোমবার টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি: আইএসপিআর

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী  ঘাঁটি জহুরুল হক দল ৭৫৮ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দলের ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামস তাবরীজ রাইফেল ফায়ারিং এ ১৪৭ এবং পিস্তল ফায়ারিং এ ১১৮ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৩ ফেব্রুয়ারি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
ব্যবসায়ী হত্যা মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ডে
বান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়ে : উৎসব শুরু
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
যৌন হয়রানি রোধে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ
১০