চিতলমারীতে হিমাগার স্থাপনের দাবি কৃষকদের  

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
বাগেরহাটে হিমাগার না থাকায় টমেটো পেকে নষ্ট হচ্ছে। ছবি: বাসস

বাগেরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার চিতলমারী উপজেলার শতাধিক মাছের ঘেরের আইলে (ভেড়িতে) এ বছর টমেটোর ব্যাপক ফলন হয়েছে। তবে এলাকায় কোনো হিমাগার না থাকায় কৃষকরা এর ন্যায্য দাম পাচ্ছে না। বাজারে চাহিদা না থাকায় খেতে টমেটো পেকে নষ্ট হচ্ছে।

অতি বৃষ্টির কারণে দুইবার লাগানো চারা পচে-গলে গেলেও তৃতীয়বার মাছের ঘেরের আইল ও জমিতে বপন করা টমেটোর অধিক ফলন হয়েছে,তবে এখন দাম এতোটাই কম যে খেত থেকে টমেটো তুলে বাজারে নেয়ার খরচও পাওয়া যায় না।

চিতলমারী কৃষি কর্মকর্তা শিফাত আল মারুফ জানান, অতি কষ্ট করে টমেটো চাষে কৃষক সফল হলেও শেষ পর্যন্ত আশানুরূপ লাভের মুখ দেখতে পারেন না। এ কারনে সরকারি বেসরকারিভাবে কোল্ডস্টোর স্থাপন করা হলে কৃষকরা আরও বেশি আগ্রহী হয়ে টমেটো চাষে আগ্রহী হতো বলে অধিকাংশ কৃষক তাকে জানিয়েছেন।

বাগেরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার বাসসকে জানান, এবার বাগেরহাটে ২ হাজার ২১০ হেক্টর জমিতে টমেটোর ফলন হয়েছে ৭৭ হাজার মেট্রিক টন। বাগেরহাট জেলা জুড়ে যে পরিমাণ টমেটোর ফলন হয়, তাতে এখানে হিমাগার জরুরি।

টমেটো দ্রুত পচনশীল বলে তিনি ও তার উপজেলার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বাগেরহাট জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে অবহিত করেন।

এছাড়া জেলা কৃষি কর্মকর্তা জানান, এখানে কোন উদ্যোক্তা টমেটো সস তৈরির প্রসেসিং সেন্টার গড়ে তুললে কৃষকরা লাভবান হতো এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেত। চাষিরা বেশি করে টমেটো চাষে উদ্বুদ্ধ হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক 
লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটজনক
পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা
বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ৭ পুলিশ ও ১ সৈন্য নিহত
গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত
হোয়াইট হাউসের নৈশভোজে নেতানিয়াহুকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের চাপ
রাউজানের প্রকৌশলী নুরুল আলম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
নাটোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ উদযাপনে প্রস্তুতি সভা
ইউরো গ্রহণের চূড়ান্ত অনুমোদন পেল বুলগেরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক সমাধানের প্রত্যাশা বাংলাদেশের : প্রেস সচিব
১০