চিতলমারীতে হিমাগার স্থাপনের দাবি কৃষকদের  

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
বাগেরহাটে হিমাগার না থাকায় টমেটো পেকে নষ্ট হচ্ছে। ছবি: বাসস

বাগেরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার চিতলমারী উপজেলার শতাধিক মাছের ঘেরের আইলে (ভেড়িতে) এ বছর টমেটোর ব্যাপক ফলন হয়েছে। তবে এলাকায় কোনো হিমাগার না থাকায় কৃষকরা এর ন্যায্য দাম পাচ্ছে না। বাজারে চাহিদা না থাকায় খেতে টমেটো পেকে নষ্ট হচ্ছে।

অতি বৃষ্টির কারণে দুইবার লাগানো চারা পচে-গলে গেলেও তৃতীয়বার মাছের ঘেরের আইল ও জমিতে বপন করা টমেটোর অধিক ফলন হয়েছে,তবে এখন দাম এতোটাই কম যে খেত থেকে টমেটো তুলে বাজারে নেয়ার খরচও পাওয়া যায় না।

চিতলমারী কৃষি কর্মকর্তা শিফাত আল মারুফ জানান, অতি কষ্ট করে টমেটো চাষে কৃষক সফল হলেও শেষ পর্যন্ত আশানুরূপ লাভের মুখ দেখতে পারেন না। এ কারনে সরকারি বেসরকারিভাবে কোল্ডস্টোর স্থাপন করা হলে কৃষকরা আরও বেশি আগ্রহী হয়ে টমেটো চাষে আগ্রহী হতো বলে অধিকাংশ কৃষক তাকে জানিয়েছেন।

বাগেরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার বাসসকে জানান, এবার বাগেরহাটে ২ হাজার ২১০ হেক্টর জমিতে টমেটোর ফলন হয়েছে ৭৭ হাজার মেট্রিক টন। বাগেরহাট জেলা জুড়ে যে পরিমাণ টমেটোর ফলন হয়, তাতে এখানে হিমাগার জরুরি।

টমেটো দ্রুত পচনশীল বলে তিনি ও তার উপজেলার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বাগেরহাট জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে অবহিত করেন।

এছাড়া জেলা কৃষি কর্মকর্তা জানান, এখানে কোন উদ্যোক্তা টমেটো সস তৈরির প্রসেসিং সেন্টার গড়ে তুললে কৃষকরা লাভবান হতো এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেত। চাষিরা বেশি করে টমেটো চাষে উদ্বুদ্ধ হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ
আইন সংস্কারের ফলে আদালতে মামলার চাপ এক-চতুর্থাংশ কমবে : আইন উপদেষ্টা
নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১
১০