ঝিনাইদহে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪

ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় দাউদ হোসেন (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি এলাঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রাঙ্গিয়ারপোতা গ্রামে ফেরার পথে তালেশ্বর বাজারে কোটচাঁদপুরগামী একটি পিকআপ দাউদ হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল আলম মৃত ঘোষণা করেন। 

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, সুরতহাল প্রতিবেদন করার পর মরদেহ কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কারণ দুর্ঘটনাটি কালীগঞ্জ থানাধীন এলাকায় সংঘটিত হয়েছে। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটির সন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০