ঝিনাইদহে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪

ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় দাউদ হোসেন (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি এলাঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রাঙ্গিয়ারপোতা গ্রামে ফেরার পথে তালেশ্বর বাজারে কোটচাঁদপুরগামী একটি পিকআপ দাউদ হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল আলম মৃত ঘোষণা করেন। 

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, সুরতহাল প্রতিবেদন করার পর মরদেহ কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কারণ দুর্ঘটনাটি কালীগঞ্জ থানাধীন এলাকায় সংঘটিত হয়েছে। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটির সন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ
আইন সংস্কারের ফলে আদালতে মামলার চাপ এক-চতুর্থাংশ কমবে : আইন উপদেষ্টা
নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১
১০