ঝালকাঠিতে বিনা লাভের বাজার ‘প্রশান্তি’র উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪২
শুক্রবার ঝালকাঠিতে বিনা লাভের বাজার উদ্বোধন। ছবি : বাসস

ঝালকাঠি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ক্যাব ঝালকাঠি ও চেম্বার অফ কমার্সের পরিচালনায় রমজান উপলক্ষে শহরে বিনা লাভের বাজার 'প্রশান্তি' এর উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় শহরের বাহের রোড এলাকায় প্রধান অতিথি হিসেবে প্রশান্তির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।

আয়োজকরা জানান,  সুলভ মূল্যে এ কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। এ বাজারে  চাল ৩০ টাকা কেজি, আটা ২৪ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি ১১৬ টাকা কেজি, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা কেজি, চিড়া ৫৮ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা এবং গরুর দুধ ৮০ টাকা লিটার সহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮ টি পণ্য সুলভ মূল্যে নিশ্চিত করার জন্যে এই প্রদক্ষেপ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, জেলা প্রশাসনের এ উদ্যোগটি মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন। এছাড়া, জেলা প্রশাসন বাজার তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে অসাধু ব্যবসায়ীরা এই উদ্যোগের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০