খাগড়াছড়িতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

খাগড়াছড়ি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যে স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে জেলার বাজারে আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জে এম নাহিদ হোসেনের নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোট শহরের বাজারে ফলের আড়ত, বিভিন্ন মুদি দোকান, ভোগ্য পণ্যের সরবরাহকারী, চালের দোকানে পণ্যের মূল্য যাচাই করে দেখেন। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, রশিদ সংরক্ষণ না করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ৫টি মামলা করে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে খাদ্য বিভাগ, কৃষি বিপণন কর্মকর্তা, কনজুমারস এসোসিয়েশনের প্রতিনিধিসহ বাজার মনিটরিং সংক্রান্ত ট্রাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

ট্রাস্কফোর্স কমিটির সদস্যরা শহরের ফল ও তরমুজের আড়ত,বিভিন্ন মুদি দোকানে ছোলা,চিনি,তেল,চালের মূল্য যাচাই করে দেখেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানো,অতিরিক্ত মুনাফার চেষ্টা থেকে বিরত থাকার সর্তক করেন। এর ব্যতয় ঘটলে আইনের কঠোর প্রয়োগের বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া জানান, জেলা প্রশাসনের নির্দেশে পুরো রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে সাংবাদিক হত্যা মামলার ২ আসামি ঢাকা থেকে গ্রেফতার
আড়াইহাজারে বজ্রপাতে কিশোরের মৃত্যু
সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ২: রাষ্ট্রীয় টিভি
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
১০