দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫
দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু -ছবি : বাসস

দিনাজপুর,  ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  পার্বতীপুর উপজেলার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ শুক্রবার বিকেলে সাড়ে ৪ টা থেকে জেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদিত ১৯০ থেকে ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হচ্ছে। এই তৃতীয় ইউনিটের জন্য দৈনিক ২ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

তিনি বলেন, গত ১২ দিন যাবত বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয়  ইউনিটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যে রাত থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের ট্রায়ালের কাজ শুরু করা হয়। 

সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে  ৩ টায় পানির বয়লারের পাইপ ফেটে ও বিয়ারিং ভেঙে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি গত ২০২০ সালের ১৯ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে যায়। এর পর থেকে ওই ইউনিটি চালু করতে সংস্কার কাজ চালানো হচ্ছে। গত ৪ বছর ৩ মাস ধরে ২ নম্বর ইউনিটে উৎপাদন এখনও বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন কাল
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০