দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫
দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু -ছবি : বাসস

দিনাজপুর,  ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  পার্বতীপুর উপজেলার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ শুক্রবার বিকেলে সাড়ে ৪ টা থেকে জেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদিত ১৯০ থেকে ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হচ্ছে। এই তৃতীয় ইউনিটের জন্য দৈনিক ২ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

তিনি বলেন, গত ১২ দিন যাবত বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয়  ইউনিটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যে রাত থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের ট্রায়ালের কাজ শুরু করা হয়। 

সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে  ৩ টায় পানির বয়লারের পাইপ ফেটে ও বিয়ারিং ভেঙে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি গত ২০২০ সালের ১৯ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে যায়। এর পর থেকে ওই ইউনিটি চালু করতে সংস্কার কাজ চালানো হচ্ছে। গত ৪ বছর ৩ মাস ধরে ২ নম্বর ইউনিটে উৎপাদন এখনও বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০