দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫
দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু -ছবি : বাসস

দিনাজপুর,  ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  পার্বতীপুর উপজেলার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ শুক্রবার বিকেলে সাড়ে ৪ টা থেকে জেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদিত ১৯০ থেকে ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হচ্ছে। এই তৃতীয় ইউনিটের জন্য দৈনিক ২ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

তিনি বলেন, গত ১২ দিন যাবত বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয়  ইউনিটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যে রাত থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের ট্রায়ালের কাজ শুরু করা হয়। 

সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে  ৩ টায় পানির বয়লারের পাইপ ফেটে ও বিয়ারিং ভেঙে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি গত ২০২০ সালের ১৯ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে যায়। এর পর থেকে ওই ইউনিটি চালু করতে সংস্কার কাজ চালানো হচ্ছে। গত ৪ বছর ৩ মাস ধরে ২ নম্বর ইউনিটে উৎপাদন এখনও বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ
আইন সংস্কারের ফলে আদালতে মামলার চাপ এক-চতুর্থাংশ কমবে : আইন উপদেষ্টা
নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১
১০