দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ভস্মীভূত ১৫ টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:০৮
শুক্রবার রাতে দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের ২৮টি ঘর পুড়ে যায়। ছবি: বাসস

দিনাজপুর, ১ মার্চ ২০২৫ (বাসস): জেলার বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবারের ২৮টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক আব্দুল গফুর আজ শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতরাত ১১টায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবু পাড়ায় হিন্দু পল্লীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ক্ষতিগ্রস্তরা জানান, ওই গ্রামের ধৈর্য নারায়ণ রায়ের বাড়ির গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতি পূর্ণ গ্রাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ভস্মীভূত পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁইও নেই। মোটর- সাইকেল, সাইকেল, স্বর্ণালংকার, গরু-ছাগল আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল ও নগদ টাকাসহ ঘরের সব পুড়ে গেছে। অগ্নিকাণ্ড তাদের ব্যাপক ক্ষতি  হয়েছে।

শিবরামপুর ইউনিয়নের ইউপি সদস্য এমদাদুল হক আজ সকালে তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ১৫ বস্তা চাল দিয়েছেন। তিনি সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, আগুনের ভয়াবহতায় ১৫টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রত্যেক পরিবারকে ২ টি করে কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তের ঘর নির্মাণের জন্য তিনি দ্রুত ঢেউটিন অনুদান প্রাপ্তিতে দিনাজপুর জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, আগুনের খবর পাওয়ার  অল্পক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, কয়েল থেকে আগুন লেগেছে। সার্বিক তদন্ত শেষে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। তবে অনুমান করা হচ্ছে ৫০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০