চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রেণে অভিযান, সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২১:৫১
চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রেণে অভিযান, সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু। ছবি: বাসস

চট্টগ্রাম, ২ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ব্যাপক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপরদিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২ মার্চ) বাজার মনিটরিং টাস্কফোর্স রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় এবং নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন করা হয়। 

‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০টাকায় বিক্রয় করা হবে। কোতোয়ালি, কাজির দেউড়ি ও চকবাজারে বিপণন ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে জানিয়ে এসময় জেলা প্রশাসক বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।  

এদিকে আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর রিয়াজুদ্দিন বাজারে। সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। 

এসময় বিভিন্ন খোলা মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগির ডিম, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং সতর্ক করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
১০