লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৩:৩৬

লক্ষ্মীপুর, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর -রামগতি সড়কের হাজিরহাট এলাকায়  আজ সকাল ৭টায় পিকআপের ধাক্কায় মনির হোসেন(৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। মৃত মনির হোসেন রামগতি উপজেলার ৬নং ওযার্ডের খোরশেদ আলমের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে সদরের পিয়ারাপুর কাঁচাবাজার থেকে মালামাল কিনে পিকআপে করে রামগতির দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পিকআপটি হাজিরহাট এলাকায় পৌঁছলে অপর পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মনির হোসেন। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের আত্নীয় মাওলানা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. মনির হোসেন কাঁচামালের ব্যবসা করতেন। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, পিকআপের ধাক্কায় মনির হোসেন নামে এক কাঁচামালের ব্যবসায়ী নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০