ফরিদপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৩:৪৭

ফরিদপুর, ৩মার্চ, ২০২৫ (বাসস) : জেলার ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওয়াদুদ ফকির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

গতকাল রোববার রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াদুদ ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লোকমান ফকিরের ছেলে।

এসময় মোটরসাইকেলের অন্য আরোহী মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের
রিয়াজুল ফকির (২৪)গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ওয়াদুদ ও রিয়াজুল রাজৈর থেকে ইফতার শেষ করে  মোটরসাইকেলযোগে ভাঙ্গায় যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা দিলে ওয়াদুদ ঘটনাস্থলেই মারা যান। আহত রিয়াজুলকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক গাড়িটি ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০