নাটোরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৩:৫৫
গ্রাম আদালত’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। ছবি : বাসস

নাটোর, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় আজ  নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করতে জেলায় ‘জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে। বিশেষ করে এ আদালতে নারীদের বিদ্যমান অবস্থানকে ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশে উপনীত করার পদক্ষেপ হিসেবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে গ্রাম আদালতে সেবা প্রত্যাশীদের জন্যে আস্থর  জায়গা তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে গঠিত ছয়টি টিম দলের সুপারিশমালা উপস্থাপন করেন।

কর্মশালায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রজেক্ট এনালিস্ট সুমন চাকমা বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী অনধিক তিন লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। 

কর্মশালায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের নাটোর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান জানান, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে এক হাজার ৩৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে দুই কোটি ২২ লক্ষ দুই হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বর্তমানে অপেক্ষমান মামলার সংখ্যা ২০৩টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০