রাঙ্গামাটিতে বাজার মনিটরিং জোরদার

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৫:১০
বাজার মনিটরিং। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩ মার্চ , ২০২৫ (বাসস) : পবিত্র রমজানে জেলা শহরে দ্রবমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক,  স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো: মোবারক হোসেন।

আজ সোমবার বেলা  সাড়ে ১১টায় রাঙ্গামাটি পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভা কনফারেন্স হলে শহরের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সুধীজন ও ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময়  সভায় সভাপতির বক্তব্যে  স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো:মোবারক হোসেন এসব কথা বলেন ।

এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও রুবাইয়া বিনতে কাসেমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন ।

সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো: মোবারক হোসেন আরো বলেন, রমজান মাসে ভোক্তাদের ভোগান্তি  রোধে মনিটরিং কার্যক্রম চলছে এবং তা  অব্যাহত থাকার পাশাপাশি  বাজার পরিস্থিতির উপর প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় স্থানীয় সুধীজন, ব্যবসায়ী নেতা, পরিবহন মালিক- চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
১০