নড়াইলে ২,৯০৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৭:০০

নড়াইল, ৩ মার্চ, ২০২৫ (বাসস): জেলার তিন উপজেলায় ২ হাজার ৯০৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে গ্রীষ্মকালীন শাকসবজির চাষাবাদ শুরু হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি নিপু মজুমদার। উচ্ছে, করলা, বরবটি, ধুন্দল, ওলকচু, বেগুন, সবুজ শাক, চিচিংগা, শসা, লাউ, কুমড়াসহ বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন শাকসবজি আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষক-কৃষাণীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি খরিপ-১ মওসুমে জেলার ৩ উপজেলায় মোট ২ হাজার ৯০৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

এর মধ্যে জেলা সদর উপজেলায় ১ হাজার ৩৭৮ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৭৫৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৭৭০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিন উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে  ৫৮ হাজার ৬৬৯ মেট্রিক টন।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন জানান, জেলার ৩ উপজেলায় গ্রীষ্মকালীন শাকসবজির চাহিদা মেটাতে চাষ উপযোগী জমিতে সবজি চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদের সাথে যোগাযোগ ইতোমধ্যে শুরু হয়েছে। অল্প জমিতে অধিক সবজি উৎপাদনের লক্ষ্যে চাষীদের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।আশা করা যাচ্ছে গ্রীষ্মকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ভালোমানের বীজ সরবরাহ, সেচ, সার ও কীটনাশকের কোনো ঘাটতি পড়বে না।

কৃষকরা গ্রীস্মকালীন সবজি চাষে অধিক মনোযোগী হবেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০