রাঙ্গামাটিতে বাজার মনিটরিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় 

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৮:৫৬
সোমবার রাঙ্গামাটি পৌরসভার কনফারেন্স হলে শহরের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৩ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ পবিত্র রমজান মাসে দ্রবমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভার কনফারেন্স হলে শহরের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. মোবারক হোসেন এসব কথা বলেন। 

এ সময় রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবাইয়া বিনতে কাসেম-সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, রমজান মাসে ভোগান্তি রোধে বাজার মনিটরিং কার্যক্রম চলছে। বাজার পরিস্থিতির উপর প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, অধিক মুনাফার উদ্দেশ্যে মূল্যবৃদ্ধি বা মজুতদারির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন মালিক- চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০