শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ চা শ্রমিক নিহত 

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:০১

সিলেট, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই চা শ্রমিকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ১৮ জন শ্রমিক।

আজ সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমরাইল চা বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই চা বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।

পুলিশ জানায়, সকালের দিকে উপজেলার আমরাইল চা বাগান থেকে পিকআপযোগে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২০ জন যাত্রী আহত হন। 

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আট জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুই জন মারা যান।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহতদের মধ্যে আট জনকে সদর হাসপাতালে আনা হলে দুই জন মারা যান। ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
বারবার শুভবুদ্ধি আমাদের একত্রিত করেছে: ফারুক ই আজম
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
১০