বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:০৭

বগুড়া, ৩ মার্চ ২০২৫ (বাসস) : জেলার শাজাহানপুর উপজেলায় আজ বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম (২৫) নামের রিকশাচালক নিহত হয়েছেন। 

আজ সোমবার বেলা ১১ টায় শাজাহানপুরে ঢাকা- রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজুল ইসলাম জেলার শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন মিরাজুল ইসলাম। একপর্যায়ে যাত্রী নামিয়ে মাঝিড়া বন্দরে সড়কের পাশে রিকশাসহ দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশা চালক মিরাজুল ইসলাম সড়কে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থলেই নিহত হয়েছেন রিকশাচালক মিরাজুল ইসলাম। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
বারবার শুভবুদ্ধি আমাদের একত্রিত করেছে: ফারুক ই আজম
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
১০