চট্টগ্রামে একদিনে আ. লীগ-যুবলীগের আরও ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:৪৪

চট্টগ্রাম, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনাকারী আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের আরও ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। 

আজ সোমবার (৩ মার্চ) বিকেলে সিএমপির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মানিক (৪৩), মো. আক্কাশ প্রকাশ মিন্টু, অভয় দত্ত (৩৯), মো. জাহিদুল ইসলাম কায়সার (৪২), মো. নুর নবী (৩৮), মো. রফিকুল ইসলাম (২২), মো. আরিফুল ইসলাম (৩০), মো. শাহীন আলম (২৬), মো. বাবুল শেখ প্রকাশ বাবু (২৯), মো. আব্দুল করিম (১৯), মো. আব্দুল বাবু (১৯), মো. সাঈদ (২০), মো. বাদশা (১৯), আকরাম (৫৩), বন্দর থানা ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. ছালে জঙ্গী (৬০), ইপিজেড থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. মহিউদ্দিন (৩০), মো. মহিউদ্দিন (৪৫), কর্ণফুলী থানার চর পাথরঘাটা ইউনিয়ন যুবলীগের আবুল কালাম রকি (৩২), নিজাম উদ্দীন রুবেল (৩৫), মো. রাকিব হাসান বাবু (২৭), আবদুল্লাহ আল সায়েম রাব্বী প্রকাশ সোহেল (২৫), মো. মঈন উদ্দিন (২৫), মো. আসিফ (২০), মো. সাহেদ (২৬), মহিউদ্দিন প্রকাশ মমিন সরকার (২৮), মোহাম্মদ আকবর (২২), মো. ইমরান (১৯) ও মো. আশিকুর রহমান (২৫), মো. বাবু (২৪), মো. সালাম (২০), ও সাজ্জাদ হোসেন রায়হান (২০)।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০