চট্টগ্রামে একদিনে আ. লীগ-যুবলীগের আরও ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:৪৪

চট্টগ্রাম, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনাকারী আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের আরও ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। 

আজ সোমবার (৩ মার্চ) বিকেলে সিএমপির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মানিক (৪৩), মো. আক্কাশ প্রকাশ মিন্টু, অভয় দত্ত (৩৯), মো. জাহিদুল ইসলাম কায়সার (৪২), মো. নুর নবী (৩৮), মো. রফিকুল ইসলাম (২২), মো. আরিফুল ইসলাম (৩০), মো. শাহীন আলম (২৬), মো. বাবুল শেখ প্রকাশ বাবু (২৯), মো. আব্দুল করিম (১৯), মো. আব্দুল বাবু (১৯), মো. সাঈদ (২০), মো. বাদশা (১৯), আকরাম (৫৩), বন্দর থানা ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. ছালে জঙ্গী (৬০), ইপিজেড থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. মহিউদ্দিন (৩০), মো. মহিউদ্দিন (৪৫), কর্ণফুলী থানার চর পাথরঘাটা ইউনিয়ন যুবলীগের আবুল কালাম রকি (৩২), নিজাম উদ্দীন রুবেল (৩৫), মো. রাকিব হাসান বাবু (২৭), আবদুল্লাহ আল সায়েম রাব্বী প্রকাশ সোহেল (২৫), মো. মঈন উদ্দিন (২৫), মো. আসিফ (২০), মো. সাহেদ (২৬), মহিউদ্দিন প্রকাশ মমিন সরকার (২৮), মোহাম্মদ আকবর (২২), মো. ইমরান (১৯) ও মো. আশিকুর রহমান (২৫), মো. বাবু (২৪), মো. সালাম (২০), ও সাজ্জাদ হোসেন রায়হান (২০)।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
বারবার শুভবুদ্ধি আমাদের একত্রিত করেছে: ফারুক ই আজম
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
১০