সুনামগঞ্জে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২০:১৫
সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় পৃথক অভিযান করা হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৩ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় পৃথক অভিযানকালে এসব জরিমানা করে। 

সোমবার বিকেল ৪ টারদিকে শহরের পশ্চিম বাজারে ও পুরাতন জেলা রোডে পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা।

এ সময় এনডিসি সাকিবুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দুপুর ১ টায় শহরের মোগরের হাট ও পুরাতন জেল রোডে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা শহরের পশ্চিম বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন কীটনাশক রাখার দায়ে মেসার্স নাজিম উদ্দিন বাবুল নামের সার ও কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা, অনুমোদনহীন সার ও কীটনাশক এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মেসার্স শশাংক পাল নামের কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও ফসলে হরমোন রাখার দায়ে বিসমিল্লাহ বীজ ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। 

এরপর পূর্ববাজারে খেজুরে মাছি বসা এবং খেজুর খোলা রাখার দায়ে মোশারফ খানকে ৫ শ’ টাকা এবং মেয়াদোত্তীর্ণ সস ও বিস্কুট রাখার দায়ের হক এন্টারপ্রাইজকে ৫ শ’ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা। 

এর আগে দুপুর ১টায় শহরের মোগরের হাট ও পুরাতন জেল রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। 

এরমধ্যে আব্দুল মালেক পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলেক মিয়া পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা এবং রোকেয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০