দলের কেউ চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করা হবে : জয়নুল আবদিন ফারুক

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২৩:১২
সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি: বাসস

নোয়াখালী, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন সরকার ক্ষমতা গঠন করে ফেলেছেন এই ভাবা ঠিক নয়। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপিকে বলতে চাই- মানুষের কাছে যান, সালাম দেন। যে দুই-এক জন অন্যায় কাজ করেছেন, তারা বিরত থাকেন। এরপর যদি কেউ চাঁদাবাজি করেন, তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

আজ সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক আরো বলেন,অন্তর্বর্তী সরকার হলো নির্বাচন দেয়ার সরকার। এ সরকারের দায়িত্ব হল কিছুটা সংস্কার করা। শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাই কিছু কিছু সংস্কার করবে । এর জন্য সকল রাজনৈতিক দল ও ছাত্র-জনতার পক্ষ থেকে ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, এর মধ্যে একটি দল জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে। আমাদের দেশের ষড়যন্ত্রকারীরা আবারও ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আবারো ষড়যন্ত্র করতে পারে বলেই আমরা দাবি করি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০