বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২ জন

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০০:১৬ আপডেট: : ০৪ মার্চ ২০২৫, ০০:২৫
বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২ জন - ছবি : বাসস

দিনাজপুর, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলায় কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইফতেখার রহমান সায়েম (১৬) এবং অটোরিকশা চালক নুর জামান(৩৫)। দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান আজ সোমবার রাত সাড়ে ১০ টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহেজুল ইসলাম জানান, সোমবার রাত ১০ টায় নুরুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

এদিকে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান,  সোমবার রাতেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মেসার্স আনুস এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো-ট ১৮৬৪০৯ নাম্বারের কাভার্ডভ্যান ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নিহত সায়েম ইসলামের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপর নিহত ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেনের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০