শেরপুরের বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:২৩
সোমবার শেরপুরে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

শেরপুর, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার নালিতাবাড়ীতে অবৈধভাবে গতকাল রাতে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে গেছে, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে দীর্ঘদিন একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে রাতের আঁধারে বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোগাই নদী থেকে বালু উত্তোলন ও বালু পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে ওই ১৫জনকে ৫০ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিজিবি ও পুলিশ এবং আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০