শেরপুরের বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:২৩
সোমবার শেরপুরে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

শেরপুর, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার নালিতাবাড়ীতে অবৈধভাবে গতকাল রাতে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে গেছে, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে দীর্ঘদিন একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে রাতের আঁধারে বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোগাই নদী থেকে বালু উত্তোলন ও বালু পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে ওই ১৫জনকে ৫০ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিজিবি ও পুলিশ এবং আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০