শেরপুরের বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:২৩
সোমবার শেরপুরে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

শেরপুর, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার নালিতাবাড়ীতে অবৈধভাবে গতকাল রাতে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে গেছে, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে দীর্ঘদিন একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে রাতের আঁধারে বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোগাই নদী থেকে বালু উত্তোলন ও বালু পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে ওই ১৫জনকে ৫০ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিজিবি ও পুলিশ এবং আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০