বীরগঞ্জের জাতীয় উদ্যান সিংড়া শালবনে অগ্নিকাণ্ড

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:৩৩
সোমবার বিকেলে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যান শাল বাগানে বনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে আগুন লাগে। ছবি: বাসস

দিনাজপুর, ৪ মার্চ,২০২৫ (বাসস)ঃ জেলার বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবাগানে গতকাল বিকেলে অগ্নিকাণ্ডে বেতগাছসহ অন্যান্য গাছ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যান শাল বাগানে বনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত  ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছে।

জেলার বীরগঞ্জ উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা গয়া প্রসাদ পাল আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অব্যাহত চেষ্টা চালিয়ে দীর্ঘ ৫ ঘণ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। তিনি জানান, প্রাথমিক ভাবে ধারণা  করা হচ্ছে, আগুনে বনের ৭ হেক্টর জমির বেত বাগান পুড়ে গেছে।

গয়া প্রসাদ পাল আরও জানান, গতকাল সোমবার বিকেলে ৪টার দিকে বন বিভাগের কর্মীরা টহলরত অবস্থায় বেতবাগানে আগুন জ্বলতে দেখেন। পরে বীরগঞ্জ  উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে হলো, তা জানা যায়নি। আমরা আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছি। 

তিনি বলেন, আজ মঙ্গলবার বন বিভাগ ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় শালবাগানে আগুনে পুড়ে বেত গাছ ও অন্যান্য গাছের ক্ষতির বিষয় নিরূপণের কাজ করা হবে।  

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দু'টি ইউনিট গতকাল সোমবার সন্ধ্যা থেকে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাগানের উত্তর প্রান্তে বেত বাগানে আগুন লাগে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছসহ বেত বাগান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি। তবে আনুমানিক কোটি টাকার গাছ পুড়ে গেছে।

উল্লেখ্য বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের অবস্থান। গত ২০১০ সালে বন বিভাগ, সিংড়া শালবাগানকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছেন। শালগাছ ছাড়াও এ বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বহেড়া, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০