সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৩:০৭
মঙ্গলবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ভারতীয় মালামাল জব্দ করে সুনামগঞ্জ-২৮ বিজিবি। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয় ২০ লাখ ৩৭ হাজার ৮৪০ টাকার ভারতীয় চিনি, জিরা,ফুসকা, বিড়ি ও কয়লা এবং বাংলাদেশি একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বিজিবি।

আজ মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে সুনামগঞ্জ-২৮ বিজিবি অধীন ডলুরা বিওপি, চানপুর বিওপি, মাছিমপুর বিওপি এবং চারাগাঁও জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাত ২টা থেকে সকাল ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে ডুলুরা বিওপির জোয়ানরা একটি বাংলাদেশি স্টিলবডি নৌকাসহ এক হাজার ৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা,৮৪০ প্যাকেট  ভারতীয় বিড়ি জব্দ করে। চাঁনপুর বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় ফুসকা, মাছিমপুর বিওপির জোয়ানরা ৩২৪ কেজি ভারতীয় ফুসকা, ২২ কেজি চিনি জব্দ করে এবং চাঁরাগাও বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ২ হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৩৭ হাজার ৮৪০ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত বাংলাদেশি স্টিলবডি নৌকা, ভারতীয় চিনি, জিরা, বিড়ি, ফুসকা ও কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও জানান অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০