ঢাবিতে কুরআন তিলওয়াত প্রতিযোগিতা ১৪ মার্চ

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:৪৭

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ১৪ মার্চ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করছে ‘কমল মেডি এইড’। 

শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ৯ মার্চ পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। 

আগামী ১৪ মার্চ প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দেশের স্বনামধন্য হাফেজ ও ক্বারীগণ বিচারক হিসেবে এই আয়োজনে উপস্থিত থাকবেন। 

কুরআন প্রতিযোগিতার বিষয়ে কমল মেডি এইড’র প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম বলেন, রমজান মাসে কুরআন তিলওয়াত প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে আকর্ষণ তৈরি করবে। তরুণ শিক্ষার্থীদের মাঝে কুরআন পড়ার আগ্রহ তৈরি করবে এই প্রতিযোগিতা। পাশাপাশি কুরআনের আলোকে শিক্ষার্থীদের জীবন গড়তে সহায়তা করবে।

হামিম আরও বলেন, কমল মেডি এইড শিক্ষার্থীদের শুধু টেলিমেডিসিন সেবা কিংবা স্বাস্থ্যসেবা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক উন্নতি লাভেও ভূমিকা রাখবে।

কমল মেডি এইড দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করছে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবন গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন ও শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০