ঢাবিতে কুরআন তিলওয়াত প্রতিযোগিতা ১৪ মার্চ

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:৪৭

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ১৪ মার্চ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করছে ‘কমল মেডি এইড’। 

শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ৯ মার্চ পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। 

আগামী ১৪ মার্চ প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দেশের স্বনামধন্য হাফেজ ও ক্বারীগণ বিচারক হিসেবে এই আয়োজনে উপস্থিত থাকবেন। 

কুরআন প্রতিযোগিতার বিষয়ে কমল মেডি এইড’র প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম বলেন, রমজান মাসে কুরআন তিলওয়াত প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে আকর্ষণ তৈরি করবে। তরুণ শিক্ষার্থীদের মাঝে কুরআন পড়ার আগ্রহ তৈরি করবে এই প্রতিযোগিতা। পাশাপাশি কুরআনের আলোকে শিক্ষার্থীদের জীবন গড়তে সহায়তা করবে।

হামিম আরও বলেন, কমল মেডি এইড শিক্ষার্থীদের শুধু টেলিমেডিসিন সেবা কিংবা স্বাস্থ্যসেবা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক উন্নতি লাভেও ভূমিকা রাখবে।

কমল মেডি এইড দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করছে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবন গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন ও শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০