বেরোবিতে প্রথমবারের মতো ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ২৩:২৯
বেরোবিতে প্রথমবারের মতো ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ৫ মার্চ, ২০২৫ (বাসস): পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ছাত্রী, নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফেলানী হল সংলগ্ন মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

তিনি বলেন, প্রথম রোজায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ইফতার আয়োজনের পর চতুর্থ রমজানে ছাত্রীদের সঙ্গে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মজীবনে সফল হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান ।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বেরোবি শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোছা. সিফাত রুমানা, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০