ঝিনাইদহে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:০২
ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৬ মার্চ, ২০২৫ (বাসস): জেলায় আজ তেল ও ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুগ ডাল ও তিলের বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী’র সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হাবীব, মীর রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সদর উপজেলার ৮ শ’ প্রান্তিক কৃষকের মধ্যে ৪ মেট্রিক টন মুগ ডাল বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ৫৫০ জন কৃষকের মধ্যে ১ কেজি করে তিলের বীজ ও কৃষক প্রতি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিলের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিবেন খলিলুর রহমান
শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ জব্দ, আটক ১
পুলিশ সদর দপ্তরের বক্তব্যের এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : বাংলাফ্যাক্ট
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
১০