ঝিনাইদহে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:০২
ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৬ মার্চ, ২০২৫ (বাসস): জেলায় আজ তেল ও ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুগ ডাল ও তিলের বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী’র সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হাবীব, মীর রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সদর উপজেলার ৮ শ’ প্রান্তিক কৃষকের মধ্যে ৪ মেট্রিক টন মুগ ডাল বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ৫৫০ জন কৃষকের মধ্যে ১ কেজি করে তিলের বীজ ও কৃষক প্রতি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিলের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০