ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৫:২১

ঝিনাইদহ, ৬ মার্চ, ২০২৫ (বাসস): জেলার মহেশপুর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীন (৩০) ও চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ার ঠান্ডু মল্লিকের ছেলে ফজর আলী (৪৫)।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় একটি ট্রাক মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ দুর্ঘটনার সঙ্গে  জড়িত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি।

এদিকে জেলার শৈলকূপা উপজেলার ফুলহরি দাখিল মাদ্রাসার সামনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ফজর আলী মল্লিক নামে অপর এক ব্যক্তি আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিবেন খলিলুর রহমান
শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ জব্দ, আটক ১
পুলিশ সদর দপ্তরের বক্তব্যের এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : বাংলাফ্যাক্ট
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
১০