ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৫:২১

ঝিনাইদহ, ৬ মার্চ, ২০২৫ (বাসস): জেলার মহেশপুর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীন (৩০) ও চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ার ঠান্ডু মল্লিকের ছেলে ফজর আলী (৪৫)।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় একটি ট্রাক মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ দুর্ঘটনার সঙ্গে  জড়িত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি।

এদিকে জেলার শৈলকূপা উপজেলার ফুলহরি দাখিল মাদ্রাসার সামনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ফজর আলী মল্লিক নামে অপর এক ব্যক্তি আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে টাইফয়েডের টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা 
২ লাখ ২০ হাজার টন গম ও ৫০ হাজার টন বাসমতি চাল কিনবে সরকার
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ডিএমপিতে ১,৭৮২টি মামলা
আবরারের শাহাদাত তরুণ প্রজন্মকে জাগ্রত করেছে: মাহমুদুর রহমান
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান
মেহেরপুরে ভৈরব নদ থেকে উদ্ধারকৃত চায়না দুয়ারী জাল ধ্বংস
সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন সেলিম
নীতিগত পরিবর্তনের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রবৃদ্ধি ধীর হচ্ছে: আইইএ
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ইলিনয়ের মামলা
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই
১০