ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৫:২১

ঝিনাইদহ, ৬ মার্চ, ২০২৫ (বাসস): জেলার মহেশপুর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীন (৩০) ও চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ার ঠান্ডু মল্লিকের ছেলে ফজর আলী (৪৫)।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় একটি ট্রাক মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ দুর্ঘটনার সঙ্গে  জড়িত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি।

এদিকে জেলার শৈলকূপা উপজেলার ফুলহরি দাখিল মাদ্রাসার সামনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ফজর আলী মল্লিক নামে অপর এক ব্যক্তি আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০