গবেষণায় আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ : জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:৪০
বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) :  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, গবেষণার ক্ষেত্রে আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আজ বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে ‘মাস্টারিং কোয়ালিটেটিভ ডেটা এনালাইসিস উইথ এনভিভো’ শীর্ষক ট্রেনিংয়ের (দ্বিতীয় সেশন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে ট্রেনিং সেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কী-নোট স্পিকার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই ট্রেনিংয়ের আয়োজন করে।  

উপাচার্য আরও বলেন, এনভিভো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গবেষণার বিভিন্ন ক্ষেত্রে কীভাবে গুণগত ডেটা বিশ্লেষণ করা যায়; তা হাতে-কলমে শেখার এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। 

আইকিউএসি কর্তৃক আয়োজিত এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

ট্রেনিং প্রোগ্রামে মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর। ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীর মনোহরদীতে বিএনপির গণসংযোগ
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের সাম্প্রতিক বিজয়ীরা
সাংবাদিকদের ওপর হামলাকারীকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার
স্থায়ী কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করল বিসিবি
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ
গাজায় ‘গণহত্যার’ নিন্দা জানালেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক
নেপালের ভিডিও বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট
কৃষিজমি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ: ভূমি উপদেষ্টা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চসিক
১০