গবেষণায় আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ : জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:৪০
বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) :  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, গবেষণার ক্ষেত্রে আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আজ বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে ‘মাস্টারিং কোয়ালিটেটিভ ডেটা এনালাইসিস উইথ এনভিভো’ শীর্ষক ট্রেনিংয়ের (দ্বিতীয় সেশন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে ট্রেনিং সেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কী-নোট স্পিকার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই ট্রেনিংয়ের আয়োজন করে।  

উপাচার্য আরও বলেন, এনভিভো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গবেষণার বিভিন্ন ক্ষেত্রে কীভাবে গুণগত ডেটা বিশ্লেষণ করা যায়; তা হাতে-কলমে শেখার এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। 

আইকিউএসি কর্তৃক আয়োজিত এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

ট্রেনিং প্রোগ্রামে মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর। ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০