গবেষণায় আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ : জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:৪০
বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) :  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, গবেষণার ক্ষেত্রে আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আজ বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে ‘মাস্টারিং কোয়ালিটেটিভ ডেটা এনালাইসিস উইথ এনভিভো’ শীর্ষক ট্রেনিংয়ের (দ্বিতীয় সেশন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে ট্রেনিং সেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কী-নোট স্পিকার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই ট্রেনিংয়ের আয়োজন করে।  

উপাচার্য আরও বলেন, এনভিভো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গবেষণার বিভিন্ন ক্ষেত্রে কীভাবে গুণগত ডেটা বিশ্লেষণ করা যায়; তা হাতে-কলমে শেখার এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। 

আইকিউএসি কর্তৃক আয়োজিত এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

ট্রেনিং প্রোগ্রামে মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর। ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিবেন খলিলুর রহমান
শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ জব্দ, আটক ১
পুলিশ সদর দপ্তরের বক্তব্যের এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : বাংলাফ্যাক্ট
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
১০