গবেষণায় আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ : জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:৪০
বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) :  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, গবেষণার ক্ষেত্রে আধুনিক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আজ বৃহস্পতিবার জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে ‘মাস্টারিং কোয়ালিটেটিভ ডেটা এনালাইসিস উইথ এনভিভো’ শীর্ষক ট্রেনিংয়ের (দ্বিতীয় সেশন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে ট্রেনিং সেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কী-নোট স্পিকার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই ট্রেনিংয়ের আয়োজন করে।  

উপাচার্য আরও বলেন, এনভিভো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গবেষণার বিভিন্ন ক্ষেত্রে কীভাবে গুণগত ডেটা বিশ্লেষণ করা যায়; তা হাতে-কলমে শেখার এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। 

আইকিউএসি কর্তৃক আয়োজিত এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

ট্রেনিং প্রোগ্রামে মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর। ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০