রংপুরে ৭ দিনে ৩১ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৮:০২
রংপুরে এক সপ্তাহের ব্যবধানে ৩১টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। ছবি: বাসস

রংপুর, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : রংপুরে গত এক সপ্তাহে ৩১টি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪১টি অবৈধ ইটভাটা উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম এ তথ্য নিশ্চিত করেন ।

রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানিয়েছেন, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টি অবৈধ। এসব ইটভাটার পরিবেশগত লাইসেন্স না থাকায় এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়েছে। এ কারণে অবৈধ ভাটায় ইট উৎপাদন বন্ধে অভিযান শুরু হয়েছে।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম জানান, অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে রংপুর সদর উপজেলার ৮টি, পীরগঞ্জে ৪টি, কাউনিয়ায় ৩টি, তারাগঞ্জ ৩টি, বদরগঞ্জ ২টি, মিঠাপুকুর ৬টি এবং পীরগাছায় ২টিসহ জেলায় মোট ৩১টি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে দিয়ে ভেঙে দেয়া হয়েছে। এ সব অভিযানে জেলা-উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০