কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি ফলের দোকান ভস্মীভূত

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৮:০৫
প্রতীকী ছবি

কুষ্টিয়া, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : জেলা  শহরে অগ্নিকাণ্ডে তিনটি ফলের দোকান ভস্মীভূত হয়েছ । রোববার রাত আড়াইটার দিকে শহরের চৌড়হাস মোড়ে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আসেন এবং রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

আল্লাহর দান ফল ভান্ডারের মালিক উজ্জ্বল শাহ বাসসকে বলেন, চৌড়হাস মোড়ে আমারসহ তিনিটি ফলের দোকান পাশাপাশি অবস্থিত। প্রতিটি দোকানেই আপেল, কমলা, আঙুর, মাল্টা, তরমুজসহ বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।

তিনি আরও বলেন, রাত দুইটার সময় দোকান বন্ধ করে আমি বাসায় যাই। আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। ফায়ার সার্ভিসের দল আসে। রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তিনটি  দোকান ভস্মীভূত হয়ে গেছে। কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানি না। আমরা কিছুই ধারণা করতে পারছি না। আমার মতো বাদশা ও রাব্বির ফলের দোকানেও অনেক ক্ষতি হয়েছে। 

ফল ব্যবসায়ীরা বলেন, প্রতিটি দোকানেই আপেল, কমলা, আঙুর, মাল্টা, তরমুজসহ বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। আমরা পথে বসে গেছি। সরকারের সহযোগিতা চাই।

বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কাজী আরিফুল হক। তিনি বলেন বাসসকে, রাত আড়াইটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনটি ফলের দোকান ও একটা চায়ের দোকান ভস্মীভূত হয়েছে৷ ফুলের দোকান তিনটিতে বিভিন্ন ধরনের ফল ছিল। এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সবকিছু আমরা তদন্ত করে দেখছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে সফরের পরিকল্পনা ট্রাম্পের
শিশুদের ইনডোর জীবনযাপনে মায়োপিয়ার ঝুঁকি বাড়ছে: অধ্যাপক ডা. মনিরুজ্জামান
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০