ফেনীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:১২ আপডেট: : ১০ মার্চ ২০২৫, ২০:১০
ফেনীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

ফেনী, ১০ মার্চ, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ লেমুয়া এলাকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ও সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।  

অভিযানকালে কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় মো. খুরশিদ আলম, মনজুর আলম, মোহাম্মদ সেলিম ও নুর হোসেন রুবেলকে আটক করা হয়। এ সময় খুরশিদ ও মনজুরকে তিনমাস করে এবং সেলিম ও রুবেলকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত খুরশিদ লেমুয়া এলাকার মো. ফারুক আহাম্মদের ছেলে, মনজুর দক্ষিণ লেমুয়া এলাকার আবু তাহেরের ছেলে, সেলিম হাফেজ উল্যাহর ছেলে ও রুবেল কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার নুরুল আলমের ছেলে।

সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে সফরের পরিকল্পনা ট্রাম্পের
শিশুদের ইনডোর জীবনযাপনে মায়োপিয়ার ঝুঁকি বাড়ছে: অধ্যাপক ডা. মনিরুজ্জামান
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
১০