প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নাই’ 

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:১৩
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রেক্ষিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নাই’ । ছবি : বাসস

রংপুর, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষ্যে সোমবার জেলায় আয়োজিত এক আলোচনা সভায় সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রেক্ষিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নাই। 

তারা দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে জনগণকে ধারণা দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ   গ্রহণ করতে এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসটি পালন উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ভৌগোলিকভাবে উত্তরাঞ্চল দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এই অঞ্চলে সারাবছর ঘূর্ণিঝড়, বজ্রপাত, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। 

তিনি বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষে আমরা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেয়ে থাকি। ফলে দুর্যোগ মোকাবিলায় সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব সম্ভব।’

জলাশয় প্রসঙ্গে তিনি বলেন, খাল-বিল, পুকুর ভরাট করে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করায় জলাশয়ের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এজন্য কোথাও আগুন লাগলে পানির অভাবে দ্রুত তা নিভানো সম্ভব হয় না। এখনো যেসব জলাশয় রয়েছে তা যেন ভরাট করা না হয়। সেজন্য পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে জনগণকে ধারণা দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণপূর্বক সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন এবং রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম। 

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, এনজিও কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় শীর্ষক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০