প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নাই’ 

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:১৩
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রেক্ষিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নাই’ । ছবি : বাসস

রংপুর, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষ্যে সোমবার জেলায় আয়োজিত এক আলোচনা সভায় সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রেক্ষিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নাই। 

তারা দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে জনগণকে ধারণা দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ   গ্রহণ করতে এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসটি পালন উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ভৌগোলিকভাবে উত্তরাঞ্চল দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এই অঞ্চলে সারাবছর ঘূর্ণিঝড়, বজ্রপাত, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। 

তিনি বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষে আমরা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেয়ে থাকি। ফলে দুর্যোগ মোকাবিলায় সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব সম্ভব।’

জলাশয় প্রসঙ্গে তিনি বলেন, খাল-বিল, পুকুর ভরাট করে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করায় জলাশয়ের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এজন্য কোথাও আগুন লাগলে পানির অভাবে দ্রুত তা নিভানো সম্ভব হয় না। এখনো যেসব জলাশয় রয়েছে তা যেন ভরাট করা না হয়। সেজন্য পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে জনগণকে ধারণা দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণপূর্বক সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন এবং রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম। 

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, এনজিও কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় শীর্ষক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০