সাতক্ষীরায় ১৫টি স্বর্ণের বারসহ আটক ১

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:২৬
১৫টি স্বর্ণের বারসহ আটক ১। ছবি : বাসস

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ মো. সোহেল উদ্দিন নামে একজনকে আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় বিজিবি’র একটি বিশেষ আভিযানিক দল মো. সোহেল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে । 

পরে তল্লাশি চালিয়ে আটককৃত ব্যক্তির ইজিবাইকের সামনের স্টিয়ারিংয়ের নিচের অংশে ফিটিং করা ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ২,৩৫,৩৫,২০০ (দুই কোটি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা। এ সময় ইজিবাইকটি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের মো. হামেজ উদ্দিনের ছেলে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
মিয়ানমারে উচ্চ বিদ্যালয়ে বিমান হামলায় কমপক্ষে ১৯ শিক্ষার্থী নিহত
১০