চট্টগ্রামে আ. লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ১০ মার্চ ২০২৫, ২০:৫৮

চট্টগ্রামে আ. লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তারচট্টগ্রাম, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত থেকে রবিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আলী আকবর (৩০), শাহাবুদ্দিন (৩২), আশিকুল ইসলাম আশিক (২৯), মোহাম্মদ আনন্দ রহমান (২৫), আব্দুল মালেক (৩৩), মো. শিপন (২৪), আবদুস সালাম (১৬), বখতেয়ার মিয়া (১৬), শহিদুল ইসলাম (১৬), আব্দুল জলিল (২৫), নাজমুল (২৬), আব্দুর রহিম জীতন (২৪), আলাউদ্দিন (২৫), আকিব (২৪), শাকিল (২৬), তারেক (২৪), নেজাম উদ্দিন (২৭), সোহেল (৩৫), পারভীন আক্তার (২৫), উজ্জল (১৯), সাব্বির হোসেন হৃদয় (১৯), সামসুন্নাহার প্রকাশ লাকি আকতার (৩৮), মিনা আকতার (২৬), মো. মোক্তার (৩৮), আয়নাল (৩৩), শাহরিয়ার ইখতিয়ার অপু (২৯), মো. সাফায়েত আলম (৩৭), মো. জাহিদ (২০), শাকিব (২৪), মো. রেজাউল করিম (৫০), মহিউদ্দিন (২৫), মোহাম্মদ শরীফ (৪৫), জয়নাল আবেদীন (৪৫), জসিম উদ্দিন (৫৬), নাঈম উদ্দিন (৩১), শরিফ (৩৮), মামুন মিয়া (২৪), সাকিব (২৭), পলাশ দাশ (৩০), মো. জুয়েল রানা (২৭), জালাল হোসাইন আশফাক (২০), নাঈমুল হক নাহিয়ান (১৯), পারভেজ প্রকাশ হীরা (২৪), সাইফুল ইসলাম (২২), রোকসানা আক্তার (২৯) ও মো. রবিউল হোসেন ইমন (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০