চট্টগ্রামে আ. লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ১০ মার্চ ২০২৫, ২০:৫৮

চট্টগ্রামে আ. লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তারচট্টগ্রাম, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত থেকে রবিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আলী আকবর (৩০), শাহাবুদ্দিন (৩২), আশিকুল ইসলাম আশিক (২৯), মোহাম্মদ আনন্দ রহমান (২৫), আব্দুল মালেক (৩৩), মো. শিপন (২৪), আবদুস সালাম (১৬), বখতেয়ার মিয়া (১৬), শহিদুল ইসলাম (১৬), আব্দুল জলিল (২৫), নাজমুল (২৬), আব্দুর রহিম জীতন (২৪), আলাউদ্দিন (২৫), আকিব (২৪), শাকিল (২৬), তারেক (২৪), নেজাম উদ্দিন (২৭), সোহেল (৩৫), পারভীন আক্তার (২৫), উজ্জল (১৯), সাব্বির হোসেন হৃদয় (১৯), সামসুন্নাহার প্রকাশ লাকি আকতার (৩৮), মিনা আকতার (২৬), মো. মোক্তার (৩৮), আয়নাল (৩৩), শাহরিয়ার ইখতিয়ার অপু (২৯), মো. সাফায়েত আলম (৩৭), মো. জাহিদ (২০), শাকিব (২৪), মো. রেজাউল করিম (৫০), মহিউদ্দিন (২৫), মোহাম্মদ শরীফ (৪৫), জয়নাল আবেদীন (৪৫), জসিম উদ্দিন (৫৬), নাঈম উদ্দিন (৩১), শরিফ (৩৮), মামুন মিয়া (২৪), সাকিব (২৭), পলাশ দাশ (৩০), মো. জুয়েল রানা (২৭), জালাল হোসাইন আশফাক (২০), নাঈমুল হক নাহিয়ান (১৯), পারভেজ প্রকাশ হীরা (২৪), সাইফুল ইসলাম (২২), রোকসানা আক্তার (২৯) ও মো. রবিউল হোসেন ইমন (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০