চট্টগ্রামে আ. লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ১০ মার্চ ২০২৫, ২০:৫৮

চট্টগ্রামে আ. লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তারচট্টগ্রাম, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত থেকে রবিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আলী আকবর (৩০), শাহাবুদ্দিন (৩২), আশিকুল ইসলাম আশিক (২৯), মোহাম্মদ আনন্দ রহমান (২৫), আব্দুল মালেক (৩৩), মো. শিপন (২৪), আবদুস সালাম (১৬), বখতেয়ার মিয়া (১৬), শহিদুল ইসলাম (১৬), আব্দুল জলিল (২৫), নাজমুল (২৬), আব্দুর রহিম জীতন (২৪), আলাউদ্দিন (২৫), আকিব (২৪), শাকিল (২৬), তারেক (২৪), নেজাম উদ্দিন (২৭), সোহেল (৩৫), পারভীন আক্তার (২৫), উজ্জল (১৯), সাব্বির হোসেন হৃদয় (১৯), সামসুন্নাহার প্রকাশ লাকি আকতার (৩৮), মিনা আকতার (২৬), মো. মোক্তার (৩৮), আয়নাল (৩৩), শাহরিয়ার ইখতিয়ার অপু (২৯), মো. সাফায়েত আলম (৩৭), মো. জাহিদ (২০), শাকিব (২৪), মো. রেজাউল করিম (৫০), মহিউদ্দিন (২৫), মোহাম্মদ শরীফ (৪৫), জয়নাল আবেদীন (৪৫), জসিম উদ্দিন (৫৬), নাঈম উদ্দিন (৩১), শরিফ (৩৮), মামুন মিয়া (২৪), সাকিব (২৭), পলাশ দাশ (৩০), মো. জুয়েল রানা (২৭), জালাল হোসাইন আশফাক (২০), নাঈমুল হক নাহিয়ান (১৯), পারভেজ প্রকাশ হীরা (২৪), সাইফুল ইসলাম (২২), রোকসানা আক্তার (২৯) ও মো. রবিউল হোসেন ইমন (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০