পাবনায় ১০টি প্রতিষ্ঠানকে মোট দুইলাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২০:১৮
অনিয়মের দায়ে পাবনায় ১০টি প্রতিষ্ঠানকে মোট দুইলাখ টাকা জরিমানা। ছবি : বাসস

পাবনা, ১০ মার্চ ২০২৫ (বাসস): জেলার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে মোট  দুইলাখ একহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ফরিদপুর উপজেলায় পিকে ট্রেডার্সকে অবৈধভাবে অনেক বোতল তেল মজুত করে রাখায় ৫০ হাজার টাকা, হাজি রবিউল চাউল ঘরে তেলের মজুদ ও সিগারেটের ভাউচার সংরক্ষন না করায় ৪০ হাজার টাকা, মা স্টোরকে তেল মজুত করে রাখায় ২৫ হাজার টাকা, জবিউল স্টোরকে মূল্য তালিকা না রাখা ও খোলা লবন বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে, ভাঙ্গুড়া এবং উপজেলায় তাইয়া ডাইগোনেস্টিক সেন্টারে সেবামূল্য প্রদর্শন না করা এবং সিভিসির মূল্য বেশি রাখায় ২০ হাজার টাকা, মেসার্স বাবু স্টোরে মূল্য তালিকা না থাকা ও পচা খেজুর বিক্রয় করায় ২০ হাজার টাকা, কুন্ডু স্টোরকে তেলের মজুদ থাকায় ২০ হাজার টাকা, ফাতেমা স্টোরকে বেশি দামে পণ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা এবং দুটি তরমুজের দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০