পাঁচটি দেশে হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদ পাওয়া গেছে : শফিকুল আলম

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২০:৪৬ আপডেট: : ১০ মার্চ ২০২৫, ২০:৫০
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান পাওয়া গেছে।

সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘একটি যৌথ তদন্ত দল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও পরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পদের সন্ধান পেয়েছে।

আলম বলেন, মালয়েশিয়ার একটি ব্যাংকেও রাশিয়ার স্লাশ ফান্ডের (অবৈধ উদ্দেশ্যে ব্যবহৃত অর্থের একটি রিজার্ভ, বিশেষত রাজনৈতিক ঘুষ) অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি বলেন, ১২৪টি ব্যাংক হিসাবে জমা ৬৩৬ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত বা জব্দ, রাজউকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুটপাট ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। ছয়টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, হাসিনার পরিবারের সাত সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলম বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দুর্নীতি দমন কমিশনে (দুদক) দু’টি গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা ৫ কোটি ১৫ লক্ষ টাকা জব্দ করেছে।

তিনি বলেন, বিআইএফইউ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও দুদকে পাঠিয়েছে।

মানি লন্ডারিং সম্পর্কে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছিল এবং এরমধ্যে ১৭ বিলিয়ন মার্কিন ডলার দেশের ব্যাংকিং খাত থেকে পাচার হয়েছিল।

তিনি আরো বলেন, এটি ছিল এক ধরনের বিশাল ডাকাতি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আসামির জামিন নিয়ে ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
ভারতে ধর্ষণের ঘটনার ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুলসহ বিএনপি’র শীর্ষ ৫ নেতা
এনসিপি’র বিজ্ঞপ্তি এডিট করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত 
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
১০